যুবকদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ

নোয়াখালীর চৌমুহনী শহর জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। পবিত্র রমজান মাসে যুবকরা যেন অর্থ সহ কোরআন তেলাওয়াত করতে পারে তাই যুবকদের মাঝে অর্থসহ কোরআনুল কারিম বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ আসর জামায়াতে ইসলামী চৌমুহনী শহর ৫ নং ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গনিপুর বায়তুল মামুন জামে মসজিদে এই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও চৌমুহনী শহর জামাতের সাবেক আমির নাসিমুল গনি চৌধুরী মহল, তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আগামীর ইসলামি রাস্ট্র ব্যবস্হা চাইলে আল কোরআন বেশি করে পড়তে হবে, এর অর্থ বুঝতে হবে এবং এর আলোকে সমাজ গড়তে হবে।
আর এ জন্য যুবকদের এগিয়ে আসার আহবান করেন। তিনি আরো বলেন একেকজন যুবক হযরত ওমরের মত হতে হবে। তবেই এদেশে আল কুরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এসময় আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড সভাপতি যুবনেতা ডাঃ আহসান হাবীব, দৈনিক ইনকিলাবের বেগমগঞ্জ উপজেলা সংবাদদাতা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নোয়াখালী জেলা সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
চৌমুহনী শহর জামাতের যুব বিভাগের সেক্রেটারি মাইনুল ইসলাম সাহেদ। ইউনিট সভাপতি আবুল বাহার সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।