Facebook Bio Status

যশোর সীমান্তে ৫ লাখ টাকার মাদক জব্দ


যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ও ভারতীয় ফেনসিডিল, গাঁজা, মোবাইল ফোন, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক সীমান্তে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবির বিশেষ টহলদল যশোরের বেনাপোলসহ ৪৯ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ লাখ ৭০ হাজার ৭০ টাকা মূল্যের এসব পণ্য জব্দ করে।

মো. জামাল হোসেন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button