Status

সাভারে খাল দখল করে অবৈধ বালুর গদি ও ড্রেজার গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

ঢাকার সাভারের বংশী নদীর শাখা কর্ণপাড়া খালে ড্রেজার দিয়ে বালু ফেলে অবৈধভাবে গড়ে তোলা বালুর গদি ভেঙে ও ড্রেজার মেশিন পাইপসহ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার দুপুরে উপজেলার পাথালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সাবেক সদস্য আব্দুস সালামের অবৈধ বালুর গদিতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।

 

সরেজমিনে দেখা যায়, সাভারের রাজ ফুলবাড়িয়ার কাছে পুলিশ টাউনের পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী কর্ণপাড়া খালে ড্রেজার বসিয়ে বালু ফেলে ভরাট করা হচ্ছে। পাশে বালু ভর্তি ১০টি ট্রলারও রয়েছে। এর পাশেই মো. বাররু সরোয়ারের ‘দি লাউঞ্জ ৯৫’ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টটির একপাশের কিছু অংশ খাল দখল করে গড়ে উঠেছে।

 

দুপুরে ভ্রাম্যমাণ আদালত খাল দখল করে বালু ভরাট করার স্থানে অভিযান পরিচালনা করেন। সেখানে ভেকু দিয়ে বালু সরিয়ে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় সীমানা প্রাচীর। ড্রেজার পাইপ গুড়িয়ে দেওয়া হয়।

 

বালু ফেলে অবৈধভাবে খাল দখলের বিষয়ে পাথালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সাবেক সদস্য আব্দুস সালাম মুঠোফোনে বলেন, কারও কাছ থেকে অনুমতি না নিয়েই খালে বালু ফেলে ভরাট করা হয়েছে। এখানে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন। অভিযান হবে তিনি ভাবতে পারেননি।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার বলেন, বংশী নদীর শাখা কর্ণপাড়া খাল দখল করে অবৈধ বালুর গদি গড়ে তোলা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ। অভিযানে বালুর গদি, ড্রেজার ও পাইপ গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। দখলদার আব্দুস সালামকে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।

 

এ সময় তিনি আরও বলেন, নদী ও খাল দখল করে এই ধরনের অবৈধ বালুর গদি গড়ে তোলা হলে আগামীতে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া খালের একাংশ দখল করে রেস্টুরেন্ট গড়ে ওঠার বিষয়ে বলেন, তাদের কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

দি লাউঞ্জ ৯৫ রেস্টুরেন্টের মালিক মো. বাররু সরোয়ার বলেন, আমার রেস্টুরেন্টের কাগজপত্র সব ঠিক আছে। তবে খাল দখল করে রেস্টুরেন্টের একটি অংশ বর্ধিত করার বিষয়ে তিনি কোনো জবাব দিতে পারেননি।

 

এ সময় অভিযানের নিরাপত্তায় সাভার মডেল থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন। অভিযানে ভেকু ও ভলান্টিয়ার টিম দিয়ে সহায়তা করেন সাভার পৌরসভা কর্তৃপক্ষ।

 

 

Source link

Back to top button