দৌলতদিয়া পতিতাপল্লী থেকে পুলিশী অভিযানে ৩ আসামী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ পৌরসভার কাইমুদ্দিন মাতব্বর পাড়া, ৯ নং ওয়ার্ডের মৃত আঃ মালেকের ছেলে মোঃ আরিফুল ইসলাম শান্ত (৩৫), নেত্রকোনা জেলার আমতলা ইউপির স্বল্পদুগিয়া গ্রামের বাবুল আকন্দের ছেলে বর্তমান দৌলতদিয়া পূর্বপাড়া পতিতা পল্লি (আজিজুলের কর্মচারী আশরাফের বাড়ী) ভাড়াটিয়া মোঃ সাফায়েত আকন্দ (২২), গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়া, ৪ নং ওয়ার্ডের লাল মিয়া সরদারের ছেলে খোকন (৩০)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লির মধ্যে রাশিদার বাড়ী থেকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এসআই সেলিম মোল্যা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানার বৃহস্পতিবার (৬মার্চ) দায়েরকৃত মারামারি মামলা দায়ের হয়। ওই মামলার আসামী মোঃ আরিফুল ইসলাম শান্ত, মোঃ সাফায়েত আকন্দ, খোকনকে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লির মধ্যে রাশিদার বাড়ী থেকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে তাদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।