Status

রমজানের প্রতি শুক্রবার গ্রাহকের দেওয়া টিপ দ্বিগুণ করে রাইডারকে দেবে ফুডপ্যান্ডা

রমজান মাসজুড়ে রাইডার পার্টনারদের জন্য তৃতীয়বারের মতো এক বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এ ক্যাম্পেইনের আওতায় রমজানের প্রতি শুক্রবার গ্রাহকদের দেওয়া টিপের সাথে সমপরিমাণ অর্থ যোগ করে রাইডারদের দেবে ফুডপ্যান্ডা।

 

যানজট, প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করে দ্রুততম সময়ে দক্ষতার সাথে গ্রাহকের দোরগোড়ায় খাবার পৌঁছে দেন ফুডপ্যান্ডার রাইডার পার্টনাররা। তাদের কঠোর শ্রম ও উদ্যম এর প্রতি সহমর্মিতা প্রকাশ এবং তাঁদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে বিশেষ এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

 

সারাদেশের ফুডপ্যান্ডা রাইডাররা এ ক্যাম্পেইনের জন্য আওতাভুক্ত হবেন। গ্রাহকের দেওয়া টিপ এর অর্থ দ্বিগুণ করে সাপ্তাহিক বিল পরিশোধের সময় তা যুক্ত করবে প্রতিষ্ঠানটি। গ্রাহকের দেওয়া টিপের পরিমাণ রাইডার পার্টনার অ্যাপে দেখা যাবে এবং গ্রাহকের দেওয়া টিপের পুরো অর্থই সরাসরি তাঁদের ওয়ালেটে জমা হবে। অনলাইন লেনদেনের পাশাপাশি ক্যাশ অন-ডেলিভারির ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।

 

উল্লেখ্য, নিজেদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম প্যান্ডা হার্টস এর আওতায় বীমা, বিশেষ ছাড়, দক্ষতা উন্নয়নে অনলাইন শিক্ষা সুবিধাসহ আকর্ষণীয় সুযোগ-সুবিধার মাধ্যমে রাইডার পার্টনারদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা।

Source link

Leave a Reply

Back to top button