Facebook Bio Status
কাস্টমসের যুগ্ম কমিশনার লুৎফুল কবির সাময়িক বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর।
বৃহস্পতিবার (৬ মার্চ) এনবিআর থেকে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবির যশোরে বদলির আদেশের বিরুদ্ধে অসদাচরণ করেছেন। এই অভিযোগে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সরকারি কর্মচারী বিধি অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে মনে করে।
এনবিআরের অফিস আদেশে আরও বলা হয়েছে, যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
এসএম/কেএসআর/জিকেএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।