হৃদয়-অঙ্কনের ব্যাটে মোহামেডানের জয়

বল হাতে একসঙ্গে জ্বলে উঠলেন সবাই। ব্যাট হাতে অবিচ্ছিন্ন একশর্ধো জুটিতে দলের বড় জয় নিশ্চিত করলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও তাওহীদ হৃদয়। ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবারের শুরুটা হয়েছিল মুশফিকুর রহিমকে বিদায়ী গার্ড অব অনার দিয়ে। শেষটা হয় মোহামেডানের ৭ উইকেটের জয়ে। রুপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাবের দেওয়া ২২৩ রানের লক্ষ্য ৭৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় তামিম ইকবালের দল।
ব্যাট হাতে ভালো শুরু পেয়েও ইনিংস টেনে লম্বা করতে পারেননি তামিম (১৭ বলে ১৪)। রনি তালুকদারের (৪৪ বলে ৩৬) পর আরিফুল ইসলামও (২৪ বলে ১৫) আউট হন থিতু হয়ে। দলের রান তখন ২৪তম ওভারে ৩ উইকেটে ১০৬। এরপর আর পিছনে ফিরতে হয়নি তাদের। অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন অঙ্কন ও হৃদয়।
৪৭ বলে ১১টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন হৃদয়। তবে ৯৭ বলে অপরাজিত ৮১ রানের ইনিংসে ম্যাচ সেরা অঙ্কন।
টসে জিতে বোলিং বেছে নেয় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে হেরে আসর শুরু করা মোহামেডান। দ্বিতীয় বলেই অমিত মজুমদারকে বোল্ড করে দেন আবু হায়দার। সেই শুরু। এরপর রুপগঞ্জের ৯ ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করলেও ফিফটি করতে পারেননি কেউই। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক আল-আমিন।
দুটি করে শিকার ধরেন এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।