Facebook Bio Status

ঢাবিতে ১০ রমজানের পর সশরীরে ক্লাস বন্ধের দাবিতে স্মারকলিপি


রমজানের প্রথম ১০ দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফলাইন ক্লাস শেষ করতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ স্মারকলিপি দেন সংগঠনের ঢাবি শাখার নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, গত ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ন্যায্যমূল্যে পুষ্টিকর খাবারের সুব্যবস্থা নেই। রমজানের সময় সংকট আরও প্রকট হয়। হলগুলোর ক্যান্টিন এবং ছাত্রাবাসের নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের পক্ষে দীর্ঘসময় রোজা রাখা অত্যন্ত কষ্টসাধ্য।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্যালেন্ডার মোতাবেক ২৩ রমজান অর্থাৎ আগামী ২৪ মার্চ পর্যন্ত বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা-অ্যাসাইনমেন্টসহ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। হলের খাবারের দাম ও মান বিবেচনায় রমজানে দীর্ঘদিন হলে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে উঠছে।‌

‘রমজান মাসে বিশ্ববিদ্যালয় এলাকায় খাবারের অপ্রাপ্যতার কারণে অমুসলিম শিক্ষার্থীদেরও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি বর্তমান আবহাওয়া বিবেচনায় মূল ক্যাম্পাস থেকে দূরে থাকা শিক্ষার্থীদের জন্য রোজা রেখে ক্লাসে আসাটাও কঠিন হয়ে পড়েছে।

‘এমতাবস্থায় শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ রমজানের মধ্যে অফলাইনে শিক্ষা কার্যক্রম সমাপ্ত করার দাবি উত্থাপিত হয়েছে। সেক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে ডিপার্টমেন্টগুলো অনলাইন ক্লাস পরিচালনা করতে পারে’ বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি আহ্বায়ক আব্দুল কাদের বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে ১০ রমজানের ভেতরে অফলাইন ক্লাস বন্ধ করা এবং প্রয়োজনের তাগিদে অনলাইন ক্লাস চালুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার তাগিদে আমরা উপাচার্য স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে তাদের পাশে থেকে দাবি আদায়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button