ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে আবাহনীর জয়

ব্যাট হাতে রান পেলেন না নাজমুল হোসেন শান্ত। তবে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি ও মোহাম্মদ মিথুনের ফিফটিতে তিনশোর্ধো সংগ্রহ পেল দল। পরে বল হাতে আলো ছড়ালেন রাকিবুল হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। গুলশান ক্রিকেট ক্লাবকে উড়িয়ে ঢাকা প্রিমিয়ার লিগে এবারের আসরে প্রথম জয়ের স্বাদ পেল আবাহনী লিমিটেড।
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে বৃহস্পতিবার আসরের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গুলশানকে ১৬২ রানে উড়িয়ে দিয়েছে আবাহনী। ১২৪ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচের নায়ক ইমন।
৭০ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে শান্ত আউট হওয়ার পর ১৭১ রানের জুটি গড়েন ইমন ও মিথুন। মিথুনের ব্যাট থেকে আসে ৬৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭২ রান।
শেষ দিকে মোসাদ্দেক হোসেনের ২৮ বলে অপরাজিত ৩৫ এবং মাহফুজুর রহমান রাব্বির ১৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংসে তিনশ পার করে আবাহনী।
গুলশানের হয়ে ৬৫ রানে ৩ উইকেট নেন আসাদুজ্জামান পায়েল।
জবাবে ১৮ বলে ৩৬ রানের ঝড় তুলে আউট হন যাওয়াদ আবার। খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া লিটন দাস এদিনও ব্যর্থ। জাতীয় দলের এই ব্যাটার আউট হন ২১ বলে ১৪ রান করে।
একটা পর্যায়ে গুলশানের রান ছিল ১৭ ওভারে ২ উইকেটে ৯৯। এরপরই ধ্বসের শুরু। ২৯.৪ ওভারেই তারা গুটিয়ে যায় ১৬১ রানে। দলটির হেয় ৫৪ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন খালিত হাসান।
স্পিনার রাকিবুল ৫.৪ ওভারে ৪০ রানে নেন ৪ উইকেট। ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয়।
তবে সেঞ্চুরি ইনিংসে নায়ক ইমনই।