Facebook Bio Status

জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ


জয়পুরহাটের পাঁচবিবিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী সাব-রেজিস্ট্রারের অফিসে অবস্থান করেন শিক্ষার্থীরা।

এসময় সদ্য যোগদান করা উপজেলা সাব-রেজিস্ট্রার কামরুল ইসলামের সামনে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়াসহ বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়মের বিষয়ে উপস্থাপন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষখোর দলিল লেখক সমিতি রয়েছে। দলিল লেখার সময় তারা যদি অতিরিক্ত টাকা চায় তখন আপনারা তাদের জুতা মারবেন। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসকে যদি তারা ব্যবসায়ী প্রতিষ্ঠান বানাতে চায় তাহলে তাদের ঠিকানা দিল্লিতে হবে কি না জানি না। ঘুষ নিলে আমাদের জানাবেন আমরা ছাত্র জনতা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো।

জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ

অভিযোগের বিষয়ে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি অমল প্রসাদ পাণ্ডের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিবো না।

পাঁচবিবি উপজেলা (ভারপ্রাপ্ত) সাব-রেজিস্ট্রার কামরুল ইসলাম বলেন, ৫ মার্চ এখানে যোগদান করেছি। আজকে সমন্বয়করা হঠাৎ অতর্কিত আমার এজলাসে ঢুকে কর্মচারী ও দলিল লেখকদের সঙ্গে যে হেস্তনেস্ত করার চেষ্টা করেছে এটা সুষ্ঠু মস্তিষ্কে কেউ করতে পারে না।

আল মামুন এএমইউএন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button