Status

নীলফামারী-১ আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেফতার

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে রংপুর নগরীর একটি বাসা থেকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

 

বুধবার (৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুর মহানগরীর সেনপাড়া মহল্লার গুড় মজিবরের বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

 

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার রংপুর নগরীর সেনপাড়ার ওই ফ্ল্যাটের রুম ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীর নেতৃত্বে একটি পুলিশের টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার নামে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা এবং নীলফামারীর ডিমলা ও সদর থানায় দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

 

এ ছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমানোর অর্থ জোগানদাতা ও মাস্টারমাইন্ড ছিলেন বলেও জানায় পুলিশ। রাতে তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে আদালতে তোলা হবে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানা গেছে।

Source link

Leave a Reply

Back to top button