Status

শরণখোলায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

শরনখোলায় বৃহস্পতিবার ভোররাতে অগ্নিকান্ডে একটি বসত ঘর পুড়ে ভষ্মীভূত হয়েছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নীচে অবস্থান নিয়েছে। উপজেলার পশ্চিম চালিতাবুনিয়া গ্রামের সাইয়েদুল কাজীর বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

গৃহকর্তা সাইয়েদুল কাজী বলেন, প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ঘর আগুনে জ¦লছে টের পেয়ে তাদের ঘুম ভেঙ্গে যায়। কিছু বুঝে ওঠার আগে ততক্ষনে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের কোন মালামাল নামাতে পারেননি। আগুনে ঘরে থাকা চাল, ডাল কাপড়চোপড়, আসবাবপত্র, জমিরদলিল, কাগজপত্রসহ ঘরের সমুদয় আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

 

অগ্নিকান্ডে আনুমানিক তার দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা জানান। অগ্নিকান্ডের খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়।
শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনের টীম লিডার মেশফাকুল আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে তাদের ধারনা।

Source link

Leave a Reply

Back to top button