Status

মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোকুলনগর গ্রামে মসজিদে জুতা চুরি নিয়ে দুইদল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধাবার রাতে তারাবীর নামাজের পর এই সংঘর্রে ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হন।

 

আহদের উদ্ধার করে শৈলকুপা ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, দিগনগর ইউনিয়নের গোকুলনগ গ্রামের আধিপত্য নিয়ে আব্দুল মালেক ও আমজাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত কয়েকদিন ধরে গ্রামের মসজিদের তারাবির নামাজ থেকে আব্দুল মালেকের সমর্থকদের জুতা ও সেন্ডেল রহস্যজনক ভাবে হারাতে থাকে। বুধবার রাতেও একই ঘটনা ঘটলে নামাজ শেষে মালেক সমর্থক ও আমজাদ সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সঘর্ষে নজরুল ইসলাম, সুজন বিশ^াস, উত্তম বিশ^াস ও রিপন বিশ^াসসহ ১০ ব্যক্তি আহত হয়।

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, গোকুলনগর গ্রামে তারাবির নামাজ খুব সম্ভব কুকুর খেলার ছলে সেন্ডেল নিয়ে যায়। এ ঘটনায় গ্রামের একপক্ষ আরেক পক্ষের দোষারোপ কতে থাকে। যা এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়েন্ত্রনে নিয়ে আসে।

Source link

Leave a Reply

Back to top button