ধনবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারার কদমতলী বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ঝটিকা হোন্ডা শোঢাউন ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বীরতারা ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার(৫মার্চ)বিকেলে বীরতারা ইউনিয়নের কদমতলী বাজারে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কদমতলী—ধনবাড়ী—কেন্দুয়া সড়ক সহ কদমতলী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সন্ধ্যায় দলীয় বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন— বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন তারা মিলিটারি, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের নেতা মাহমুদুল কবীর পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বীরতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির হোসেন তারা মিলিটারি তার বক্তব্যে বলেন, বীরতারা ইউনিয়ন একটি শান্তি প্রিয় এলাকা এই এলাকাকে অশান্ত করতে নিষিদ্ধ ছাত্র লীগ অরাজকতা পরিস্থি তৈরী করে আইন শৃংখলার অবনতি ঘটনা সহ নশকতার পরিকল্পনা নিয়ে তারা এই কর্মজজ্ঞ করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।