Status

সালথায় পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা, স্বপ্ন বুনছে কৃষক

ফরিদপুরের সালথায় পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনার কথা ভাবছেন পেঁয়াজ চাষীরা। এবার উপজেলায় দুই লাখ মেঃ টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। মাঠে চাষিরা তাদের পেঁয়াজ ক্ষেত পরিচর্যার শেষ পর্যায়ের কাজ চালাচ্ছেন। কয়েকদিন পরেই শুরু হবে চাষিদের স্বপ্নের ফসল পেঁয়াজ ঘরে তোলার কাজ। পেঁয়াজ ঘরে রাখার লক্ষ্যে বাঁশ দিয়ে বানা তৈরিতেও ব্যস্ত সময় পার করছেন অনেক চাষি। ভালো পেঁয়াজের উৎপাদনের আশায় এখন স্বপ্ন বুনছে কৃষক।

 

উপজেলার পেঁয়াজ চাষি খলিল মোল্লা, ওবায়দুর শেখ, ফরিদ মোল্লা ও দিপক মন্ডল জানান, গত বছর চাষিরা পেঁয়াজের ন্যায্যমূল্য পাওয়ায় এবছর আবাদ বেড়েছে। মুড়িকাটা পেঁয়াজ উত্তোলন শুরু হয়েছে। মাঠে পেঁয়াজ ক্ষেতের গঠন অনেক ভালো। কয়েকদিন পরেই শুরু হবে হালি পেঁয়াজ উত্তোলনের কাজ। বর্তমানে বাজারে মুড়িকাটা পেঁয়াজের যে দাম তাতে চাষিদের লাভ হবে না।

তারা আরও বলেন, পেঁয়াজ উৎপাদনের খরচ অনুযায়ী প্রতিমণ পেঁয়াজ দুই হাজার টাকা হলে চাষিদের লাভ হবে। তা না হলে এই আবাদে কোন লাভ হবে না তাদের। আর বর্গা চাষিদের লোকসান গুনতে হবে। বাজারে পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবী জানান চাষিরা।

 

সালথা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, এবছর সালথা উপজেলায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এবার ফলন ভালো হবে। উপজেলায় এবার ২ লাখ মেট্টিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Source link

Leave a Reply

Back to top button