Facebook Bio Status

সিলেটের এমসি কলেজের টিলায় আগুন


সিলেটের এমসি কলেজের ছাত্রী হোস্টেলের পার্শ্ববর্তী একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টায় ইফতারের সময় হঠাৎ এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় হঠাৎ এমসি কলেজ ছাত্রী নিবাস-১ এর পেছনের টিলায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এমসি কলেজ ছাত্রাবাসের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় সময় এই টিলায় বসে বখাটেরা আড্ডা দেয়। এসময় তারা মাদক সেবনও করে থাকে। হয়তোবা তাদের সিগারেট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা পরিকল্পিত ঘটনাও হতে পারে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, এমসি কলেজের টিলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহমেদ জামিল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button