কালিয়াকৈরে অগ্নিকান্ডে নিঃস্ব ২০টি পোশাক শ্রমিক পরিবার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জোড়াপাম্প উত্তরপাড়া এলাকায় বুধবার রাতে তাইজুদ্দিনের একটি ভাড়া কক্ষে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে আগুনে দুইটি বাড়ীর ২০টি কক্ষ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসী জানান, রাতে তাইজুদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া রতন মিয়ার কক্ষে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বাড়ীর রফিকুল ইসলামের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুইটি বাড়ীর পোশাক তৈরির কারখানার শ্রমিকদের ভাড়া আবাসিক কক্ষে থাকা আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রী, কাপড়সহ মালামাল পুড়ে যায়। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা হবে।
ওই বাড়ির ভাড়াটিয়া শাহ আলম ও ইস্রাফিল মিয়া বলেন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগে। সেই আগুন আমাদের কক্ষসহ অন্যন্য কক্ষে ছড়িয়ে পড়ে। আমরা কোন মালামাল বাহির করতে পারিনি। কক্ষে থাকা স্বর্ণালংকার সহ নগদ ৩৭ হাজার টাকা ও আসবাব পত্র ছিলো, কিছুই বাহির করতে পারিনি। আমাদের এখন পড়ার মতো কোন কাপড় নেই। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর (ইনচার্জ) ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।