Status

ইন্দোনেশিয়ার ইস্তেকলাল মসজিদে মহিলাদের বিশাল তারাবি জামাত

মহানবী মুহাম্মাদুর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রাতে তারাবি নামাজ আদায় করে, তার অতীতের গুনাহ ক্ষমা করা হয়।’ (বুখারি : ২০৪৭)
মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখেন, তারাবি নামাজ পড়েন এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন, তার জীবনের আগের সব গুনাহ ক্ষমা করা হবে। (মিশকাত, হাদিস : ১৮৬২)

রমজান মাসে রাসুল (সা.) নিজে তারাবি নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। তারাবি নামাজ জামাতে আদায় করা এবং এতে কোরআন শরিফ খতম করা বড় সওয়াবের কাজ। তবে ঘরে বা মসজিদে সুরা কেরাতের মাধ্যমে আদায় করলেও সওয়াব পাওয়া যায়। রমজানে তারাবি নামাজ আদায়কারীর সমস্ত গুনাহ আল্লাহ তা‘আলা ক্ষমা করে দেবেন।

বাংলাদেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের অনেক মসজিদে জামাতে পুরুষদের সাথে মহিলাদেরও নামাজের ব্যবস্থা রয়েছে। মহিলা নামাজ কক্ষে মহিলারা পুরুষ ইমামের সাথে নামাজ আদায় করেন। পবিত্র মক্কায় মসজিদুল হারাম এবং মদীনায় মসজিদুন নববীতেও মহিলারা নামাজ আদায় করে থাকেন। তেমনি পৃথিবীর জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার মহিলারাও দেশের স্বনামধন্য বিশাল মসজিদে ইসতেকলালে জামাতে শরিক হয়ে ফরজ নামাজসহ তারাবি আদায় করেন। এটি ধরা পড়ে এপির ক্যামেরায়। আর ছবিটি তুলেছেন আসমাদ ইবরাহীম।

 

Source link

Back to top button