Facebook Bio Status

মোটরসাইকেল-দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন ছিনতাইকারী


রাজধানীর উত্তরখান এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে মোটরসাইকেল ও দেশি অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এদিন দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরখান থানার দোবাদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের নাম- মো. রবিউল ইসলাম (২৫), মো. সাগর মিয়া (২৪) ও মো. বিশু ওরফে ফারদিন (২৫)।

উত্তরখান থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন উত্তরখান থানার দোবাদিয়া বাজারস্থ গাজী মার্কেট এর সামনে পাঁকা রাস্তার ওপর ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল দল রবিউল, সাগর ও বিশুকে গ্রেফতার করা হরে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই করার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা রুজু করা হয়েছে।

তিনি বলেন, তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, তাদের নির্দিষ্ট কোনো পেশা নাই। এর আগেও একাধিকবার উত্তরখান থানা ও আশপাশের এলাকায় ছিনতাই করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

রেকর্ডপত্র পর্যালোচনার তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার রবিউলের বিরুদ্ধে ডিএমপির উত্তরখান থানায় দুটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button