Facebook Bio Status

ঢাকা চেম্বারের সাবেক সহ-সভাপতি মাসুদুরের মৃত্যুতে ডিসিসিআই’র শোক


ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সাবেক সহ-সভাপতি এবং কানাডা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচ্যাম বাংলাদেশ)-এর সভাপতি মাসুদুর রহমান (৬৮) বুধবার (৫ মার্চ) ঢাকায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মাসুদুর রহমান ১৯৯১, ১৯৯২ এবং ১৯৯৮ মেয়াদে ঢাকা চেম্বারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ক্রেন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং এশিয়া সিকিউরিটিজ লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি কানাডা-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।

গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে তাকে আজ বাদ জোহর বনানী কবরস্থানে দাফন করা হয়।

এসআরএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button