Facebook Bio Status

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ আছি : শাজাহান খান


যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো শেষে আদালত থেকে নামানোর সময় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ভালো আছি, সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৫ মার্চ) যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।

এদিন সকালে তাকে আদালতের হাজতখানা থেকে আদালতে তোলা হয়। এরপর ১০ টা ১০ মিনিটের দিকে দুজন পুলিশ কনস্টেবল তাকে দুই পাশে ধরে কাঠগড়ায় তোলেন। এরপর তাকে দেখতে আদালতের এজলাসে আসা তার কয়েকজন স্বজনকে দেখে দূর থেকে হাত উঁচু করেন তিনি। এরপর মুচকি হাসতে থাকেন শাজাহান খান।

এসময় কাঠগড়ায় তার পাশে অবস্থান করছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম।

পরে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হলে তাকে কাঠগড়া থেকে নামিয়ে হাজতখানার দিকে নেওয়া হয়। এ সময় তিনি কেমন আছেন জিজ্ঞেস করেন এক সাংবাদিক। উত্তরে তিনি বলেন, ভালো আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য।

তখন ওই সাংবাদিক বলেন, কী দোয়া করবো? উত্তরে শাজাহান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি এ সব কারণে দোয়া করবা।

তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের ১২টা বাজিয়েছেন। তখন শাজাহান খান বলেন, আমরা ১২টা বাজিয়েছি না কারা ১২টা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।

এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন? তখন শাজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, খুব ভাল আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানার ভিতরে নিয়ে যাওয়া হয়।

এমআইএন/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button