Facebook Bio Status

গাজীপুরের ওসি ও ডিবি পরিদর্শকসহ ৫ পুলিশ সদস্য ট্রাইব্যুনালে


জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় কলেজছাত্র হৃদয় হত্যার অভিযোগে সাবেক ওসি ও ডিবি পরিদর্শকসহ ৫ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

তারা হলেন, কে এম আশরাফ উদ্দিন, (সাবেক ওসি কাপাসিয়া), মো. শফিকুল ইসলাম, (পুলিশ পরিদর্শক), মো. আকরাম হোসেন, (কনস্টেবল), মো. ফাহিম হাসান, (কনস্টেবল) ও মো. মাহমুদুল হাসান, ( কনস্টেবল)।

কারাগার থেকে বুধবার (৫ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। তাদের অভিযোগের বিষয়ে আজ আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রাইমারি শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ১ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র হৃদয় হত্যার অভিযোগে আএক ওসি ও ডিবি পরিদর্শকসহ ৪ পুলিশ সদস্যকে কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে, অপর এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়। তার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন।

গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয়কে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়।

তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে তাদের গ্রেফতার ও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে আরও অনুসন্ধান চলছে। আগামী মাসে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

এফএইচ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button