Status

বিওএ’র নতুন মহাপরিচালক শেফাউল কবীর

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এ বি এম শেফাউল কবীর। পহেলা মার্চ থেকে দেশের ক্রীড়ার অন্যতম শীর্ষ এই প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবীর বিওএ’র চতুর্থ মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন। তিনি বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সামছ এ খানের স্থলাষিভিক্ত হয়েছেন। নতুন মহাপারিচালকের দায়িত্ব গ্রহণের কথা এরই মধ্যে দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে অবহিত করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। মহাপরিচালকের মাধ্যমে বিওএ’র প্রশাসনিক কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে। ২০১১ সালে বিওএ’র মহাপরিচালক পদ সৃষ্টি হয়। প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন কর্ণেল অবসরপ্রাপ্ত ওয়ালী উল্লাহ। ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দ্বিতীয় মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ফখরুদ্দিন হায়দার। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এ বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান এই পদে দায়িত্ব পালন করেছেন।

Source link

Leave a Reply

Back to top button