Status

মাতামুহুরি খালে কিশোরের মরদেহ উদ্ধার

 

কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরি খালে নিখোঁজ মো. মুজিবের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ৪ মার্চ সকালে উপজেলার সদর ইউনিয়নের (মাতামুহুরি খাল সংলগ্ন) সৈকত পাড়া এলাকায় একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

উদ্ধার কিশোর মো. মুজিব (১৭) চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার প্রবাসী মো. আলীর ছেলে। তিনি পেশায় একজন বেটারী চালিত অটো টমটম গাড়ির চালক বলে জানাযায়।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বড় ভাই আবদুল আজিজ জানান, গতকাল তার ভাইয়ের সাথে সন্ধা সাতটার দিকে মোবাইল ফোনে কথা হয়। এর পর রাতে আর থাকে ফোনে না পেয়ে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করি।

পেকুয়া থানা ওসি মো. সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়রা একটি লাশ মাতামুহুরি খালে ভাসতে দেখে পুলিশে খবর দিলে একটি টিম ঘটনাস্থলে গিয়ে নৌপুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

Source link

Leave a Reply

Back to top button