Status

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ ঃ মুক্তিপণ দাবী

পূর্ব সুন্দরবনের টিয়ারচর এলাকা থেকে বনদস্যু শরীফ বাহিনী এক জেলেকে অপহরণ করেছে। দস্যুরা অপহৃত জেলের জন্য মুক্তিপণ দাবী করেছে।
সোমবার দিবাগত রাত এগারোটার দিকে এ অপহরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সুন্দরবনের জেলেপল্লী শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার মিঠু কমিশনার মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে বলেন, তার জেলেরা সোমবার রাতে সুন্দরবনের টিয়ারচর এলাকায় মাছ ধরছিলো। এ সময় একটি ট্রলারে করে
এসে স্বশস্ত্র জলদস্যুরা জেলেদের উপর হামলা করে। দস্যুরা তার ট্রলারের মাঝি
মোঃ ইয়াসিন (৩০) কে জোর করে তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। অপহৃত জেলের বাড়ী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজুরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে। দস্যুরা যাওয়ার সময় নিজেদের শরীফ বাহিনী পরিচয় দিয়ে দস্যুদের সাথে যোগাযোগ করার জন্য অন্য
জেলেদের হাতে দুটি মোবাইল নম্বর দিয়ে যায় বলে মৎস্যব্যবসায়ী মিঠু কমিশনার জানিয়েছেন।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা
ফরেষ্টার দিলীপ মজুমদার জেলে অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
জেলে অপহরনের ঘটনায় শেলারচরের জেলেদের মাঝে নতুন করে জলদস্যু আতংক
দেখা দিয়েছে।শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন,সুন্দরবনে
জেলে অপহরণের ঘটনা তাকে কেউ জানায়নি। এ প্রতিনিধির কাছে অপহরণের ঘটনা প্রথমে শুনেছেন জানিয়ে বলেন,অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেবেন বলে জানান।

Source link

Leave a Reply

Back to top button