মোল্লাহাটে বসতবাড়িতে হামলা, ভাংচুর লুটপাট

বাগেরহাটের মোল্লাহাটে গভীর রাতে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা দক্ষিন পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এসময় গৃহকর্তা ফাহিম আহম্মেদ কামরানকে পিটিয়ে আহত করা হয়। ঘরে থাকা মালামাল ও নগদ টাকা নিয়ে যায় দুস্কৃতিকারীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
ফাহিম আহম্মেদ কামরান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে তার বাড়িতে হামলা চালায় স্থানীয় দুস্কৃতিকারীরা। এসময় তার অন্তঃসত্তা স্ত্রী ও তিন বছরের সন্তান আতঙ্কে চিৎকার কান্নাকাটি করতে থাকে। ঘরের বেড়া কেটে তারা ঘরে প্রবেশ করে তাদের উপর চড়াও হয়। তার মাথায় লোহার রড়দিয়ে আঘান করে। এসময় প্রাণ ভয়ে তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে আেেস। কিন্তু তখনও প্রতিপক্ষরা তন্ডব অব্যহত রাখে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। পরে তিনি ঘরে এসে দেখেন কোন আসবাবপত্রই ভাল নেই। সবকিছুই গুড়িয়ে দেয়া হয়েছে এবং লুটে নেয়া হয়েছে ঘরে থাকা স্বণালংকার ও নগদ টাকা। এঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী অভিযোগ দিচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।