ফুলপুরে ৬ দফা দাবিতে ইটভাটা মালিকদের স্মারকলিপি প্রদান

ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণাসহ ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা, মাটি কাটার জন্য জেলা প্রশাসকের প্রত্যয়ন নেবার বিধান বাতিল, ইনভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।নস্মারকলিপি প্রদান করেছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা’র মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ ও বন উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ফুলপুর উপজেলার সভাপতি ও সামাদ ব্রিকসের মালিক গোলাম মুর্তুজা তালুকদার, মডার্ণ ব্রিকসের মোঃ বদরুদ্দোজা আকন্দ নোমান, মেসার্স এ এস বি ব্রিকসের মোঃ আজহারুল মোজাহিদ সরকার, দোয়েল ব্রিকসের মুক্তা, সূচনা ব্রিকসের শহিদুল ইসলাম রুবেলসহ বিভিন্ন ইটভাটার মালিকগণ।
স্মারকলিপিতে সমিতির নেতারা দাবি করেন, ২০১৩ সালে ইটভাটা নিয়ন্ত্রণ আইনের সংস্কার, চিমনি, ড্রাম চিমনি ও লাড়কি পোড়ানো ভাটা বন্ধ করার পাশাপাশি জিগজাগ ইটভাটাকে হয়রানি না করার অনুরোধ, মাটি সংগ্রহে আইনের ৫ এর ২ ধারা শিথিলের আবেদন, লাইসেন্স নবায়নের সময় কেন্দ্রীয় সমিতির প্রত্যয়ন বাধ্যতামূলক করা, ইট ভাটাকে শিল্প ঘোষণা করা, ইট ভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন দাবি জানানো হয়। দাবি সমূহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাথে আলোচনায় না বসলে আগামী ১১ ই মার্চ,২০২৫ ইং তারিখে প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজিওয়ানা হাসান,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদানের পাশাপাশি ঈদের পরে ঢাকায় মহাসমাবেশ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করবেন বলে উল্লেখ করেন।