নামাজে ছিলেন, ফোন ধরতেই পেলেন ৬৬ কোটি টাকা জেতার খবর

সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতে নিয়মিত কোটিপতি বনে যাওয়া বাংলাদেশির সংখ্যা বাড়ছেই। এবার কোটিপতির তালিকায় নাম লেখালেন বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। তিনি জাহাজ নির্মাণকর্মী হিসেবে কাজ করেন। জাহাঙ্গীর আলম ‘আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র’ লটারিতে ২ কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা) জিতেছেন।
জাহাজ নির্মাণ শিল্পের এই কর্মী দুবাইতে থাকেন এবং লটারির সর্বশেষ ড্র-তে তিনি এই অর্থ জেতেন। গতকাল সোমবার (৩ মার্চ) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
এর আগে ২০২৪ সালে শামসু মিয়া নামের এক প্রবাসী বিগ টিকেট র্যাফেল ড্রতে এ পুরস্কার জিতেন। বাংলাদেশি টাকায় গতবছর তিনি প্রায় ৪১ কোটি ১৪ লাখ টাকার লটারি জিতেছেন।
খালিজ টাইমস জানিয়েছে, সোমবার অনুষ্ঠিত সর্বশেষ আবুধাবি বিগ টিকেট ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। তার টিকিট নম্বর ছিল ১৩৪৪৬৮ এবং এটি তিনি গত ১১ ফেব্রুয়ারি কেনেন।
আরও পড়ুন
৪৪ বছর বয়সী জাহাজ নির্মাণ শিল্পের এই কর্মী ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন। গত তিন বছর ধরে তিনি প্রতি মাসে ১৪ বন্ধুর সঙ্গে বিগ টিকেট ড্র-তে অংশগ্রহণ করছেন।
লটারি জয়ের পর জাহাঙ্গীর বলেন, আমার ফোনে যখন কলটি আসে তখন আমি গভীর মোনাজাতে মগ্ন ছিলাম। যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য এই সংবাদ জানালো। তবে এ জয় শুধু আমার নয়, এটি আরও ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।
লটারি জয়ের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে বন্ধুদের নিয়ে কোনো ছোট ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, আমি আরও টিকিট কিনবো। আশা করছি, আমার এই গল্প অন্যদেরও অনুপ্রাণিত করবে।
বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র’র প্রতিটি টিকিটের দাম ১৫০ দিরহাম। যদি কেউ দুইটি টিকিট কেনেন তাহলে তাকে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয়। সম্প্রতি অনেক বাংলাদেশি প্রবাসী আমিরাতে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন।
আরএএস/কেএসআর/এমএস
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]