Facebook Bio Status

চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ প্রত্যাখ্যানে কটাক্ষের শিকার রাশমিকা


দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা মূলত ভারতের কর্ণাটকের মেয়ে হলেও নিজেকে ‘হায়দারাবাদি’ বলে দাবি করেন। কিছুদিন আগে মাতৃভূমির নাম পরিবর্তন করতে বলায় তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। এবার রাশমিকা নতুন বিতর্কে পড়েছেন।

অভিযোগ উঠেছে বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে রাশমিকাকে আমন্ত্রণ জানানো হলে তা তিনি প্রত্যাখ্যান করেন। নিজের এলাকার প্রতি এমন ‘অবহেলা’, ‘অপমানের’ অভিযোগ তুলে রাশমিকা মান্দানাকে কটাক্ষ করেন কংগ্রেস বিধায়ক রবি গণিগা।

মাণ্ডিয়ার ক্ষুব্ধ বিধায়কের মন্তব্য, নিজের ক্যারিয়ার যে চলচ্চিত্রশিল্পের হাত ধরে শুরু করেছিল, সেই চলচ্চিত্রশিল্পকেই কীভাবে অপমান করলো। উচিত শিক্ষা দেওয়া হোক রাশমিকাকে।

২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিকি পার্টি’ সিনেমা দিয়ে চলচ্চিত্র যাত্রা শুরু করেন রাশমিকা মান্দানা। সোমবার এ কারণেই নায়িকার বিধায়ক ক্ষেপেছেন। তার দাবি, ‘ইচ্ছে করে রাশমিকা কর্ণাটক এবং কন্নড় ভাষাকে অপমান করছে। এ ইন্ডাস্ট্রি দিয়েই তো তিনি সিনেমায় অভিষেক করলেন।’

সিনেমা, হিন্দি সিনেমা, দক্ষিণী সিনেমা, বিনোদন, রাশমিকাচলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ প্রত্যাখান করায় কটাক্ষের শিকার রাশমিকা

বিধায়কের অভিযোগ, ‘রাশমিকা নাকি বলেছেন, আমার বাড়ি হায়দারাবাদে। আমি জানি না কর্ণাটক কোথায়। তাছাড়া আমার হাতে সময় নেই ওখানে যাওয়ার। আমি আসতে পারব না।’

রবি গণিগা জানিয়েছেন, ‘আমাদের এক বিধায়ক বন্ধু অন্তত দশ-বারো বার রাশমিকা মান্দানাকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। কিন্তু তিনি (রাশমিকা) সেটা প্রত্যাখ্যান করেন। এমনকি কন্নড়কে অপমান করেছেন। যে ইন্ডাস্ট্রির হাত ধরে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করলেন, তার প্রতি এমন অবজ্ঞা। তাকে শিক্ষা দেওয়া উচিত।’

‘পুষ্পা’ সিনেমার সাফল্যের পর থেকেই রাশমিকা ভারতের জাতীয় ক্রাশ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি মূলত কর্ণাটকের বিরাজপেটের মেয়ে। তবে কুর্গে বড় হয়েছেন। কন্নড় সিনেমার মাধ্যমে অভিনয় জগতে আসেন। এরপর থেকে বিগত বছরখানেক ধরেই তার কন্নড় অনুরাগীদের অভিযোগ, তিনি নাকি ‘নিজের শিকড় ভুলে গেছেন’।

সিনেমা, হিন্দি সিনেমা, দক্ষিণী সিনেমা, বিনোদন, রাশমিকাচলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ প্রত্যাখান করায় কটাক্ষের শিকার রাশমিকা

সম্প্রতি হায়দারাবাদে ‘ছাবা’ সিনেমার এক প্রচার অনুষ্ঠানে গিয়ে রাশমিকা বক্তব্য দিয়েছিলেন। এতে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন তার এলাকার অনুরাগীরা। রাশমিকার বিতর্কিত মন্তব্যের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে রাশমিকাকে বলতে শোনা যায়, ‘আমি তো আদতে হায়দারাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।’

স্বাভাবিকভাবেই রাশমিকার এমন মন্তব্য শুনে হায়দারাবাদিরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহ কাঁপিয়ে দেন। তবে সেই ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তার কন্নড় ভক্তদের। এ কারণে কটাক্ষের শিকার হতে হলো অভিনেত্রীকে।

কোনোরকম চিন্তাভাবনা না করেই রাশমিকার উদ্দেশে অনুরাগীদের মন্তব্য, ‘সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিকেও বদলে দিলেন?’, কারও রাগ, ‘কতটা স্বার্থান্বেষী হলে স্মার্ট ক্যারিয়ারের জন্য মানুষ নিজের জন্মস্থানটাকেও পাল্টে দেয়!’

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button