Status

মধুখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান ভাস্মিভূত, ৯ লক্ষাধিক টাকার ক্ষতি

 

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। অগ্নিকান্ডে বাজারের ৯টি দোকান ও দোকানের মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

 

 

জানা গেছে, উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনায় বাজারের গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুন সহ আনুমানিক ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। বাজারে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের মসজিদ থেকে মাইকিং করা হয় এবং ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হয়। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উক্ত ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটে নাই। অগ্নিকান্ডে আনুমানিক ৮-৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

 

 

মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম ইনকিলাবকে জানান, খবর পেয়ে তারা এলাকাবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের ৯টি দোকান পুড়ে যায়। এত ওই ব্যবসায়ীদের প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

Source link

Leave a Reply

Back to top button