Facebook Bio Status

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রায় দেড় কোটি টাকা দিলো এসিআই


বাৎসরিক লভ্যাংশ থেকে ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৬৯৭ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দিয়েছে এসিআই লিমিটেড।

মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে এই টাকার চেক হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এসিআই লিমিটেড কর্তৃক বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী কোম্পানির বাৎসরিক লভ্যাংশের ০.৫ শতাংশ হারে ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৬৯৭ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। 

তিনি বলেন, এসিআই অনেক বড় ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। তাদের দেওয়া অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা হবে। বাংলাদেশের সব অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় হবে।

উপদেষ্টা বলেন, এ টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কাছে এক ধরনের আমানত। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অন্য প্রতিষ্ঠানগুলো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে মুনাফার নির্দিষ্ট পরিমাণ অর্থ শ্রম আইন অনুযায়ী দিতে উৎসাহিত হবে। অনেক বড় প্রতিষ্ঠান , বিল্ডার্স কোম্পানিসহ বিভিন্ন গ্রুপ অব কোম্পানি তাদের লভ্যাংশের অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেবে।

তিনি আরও বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অর্থ দুস্থ শ্রমিক, মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায় ব্যয় করা হবে।

চেক হস্তান্তরকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ , শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান এবং এসিআই লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button