মেট্রোট্রেনে নিরাপত্তা জোরদার, ভেতরে থাকবে এমআরটি পুলিশ

ঢাকার নাগরিক পরিবহন ব্যবস্থার অন্যতম আধুনিক সংযোজন মেট্রোরেলে এবার বাড়ানো হলো নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে আজ থেকে (৪ মার্চ) মেট্রোট্রেনের প্রতিটি ট্রেনে মোতায়েন থাকবেন এমআরটি পুলিশের সদস্যরা।
ডিএমটিসিএল-এর তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রেনে ২ জন করে এমআরটি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। বর্তমানে চলমান ১০টি ট্রেনে মোট ২০ জন সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে রাত—এই দুই শিফটে তারা কাজ করবেন। এছাড়া, স্টেশন এলাকায় পূর্বের মতোই এমআরটি পুলিশের উপস্থিতি থাকবে।
নিরাপত্তা বাহিনী ট্রেনের ভেতরে টহল দেওয়ার পাশাপাশি যাত্রীদের যেকোনো সমস্যায় দ্রুত সহায়তা করবেন। শিশু ও বৃদ্ধদের সহায়তা, হারানো মালামাল উদ্ধারে সাহায্য, চুরি-ছিনতাই রোধ এবং যাত্রীদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই তাদের প্রধান দায়িত্ব। মেট্রোরেল ও স্টেশনের সার্বিক নিরাপত্তার জন্য ২০২৩ সালের নভেম্বর থেকেই কাজ করছে এমআরটি পুলিশ।
নতুন এই ব্যবস্থা যাত্রীদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়াবে এবং মেট্রোরেলে নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগ ঢাকার পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।