Facebook Bio Status
হাতিরঝিলে মাইক্রোবাসে আগুন

রাজধানীর হাতিরঝিলে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে। মঙ্গলবার (৪ মার্চ) আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে দুপুর ১টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি।
আগুন লাগার সময় মাইক্রোবাসটিতে কতজন ছিল তাও জানা যায়নি।
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিলের মহানগর ব্রিজের উপরে একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় ওই ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
টিটি/এসএনআর/এএসএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।