Status

সাটু‌রিয়ায় মেয়ের বাড়ি থেকে গরু চুরি করে নি‌য়ে যাওয়া গাড়ি থামা‌তে গি‌য়ে প্রাণ গে‌লে বৃদ্ধের

মানিকগঞ্জের সাটুরিয়ায় মেয়ের শ্বশুর বাড়ি থেকে গরু চুরি ক‌রে নি‌য়ে যাওয়া গাড়ি থামাতে গি‌য়ে গাড়ি চাপায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে সাটু‌রিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত বৃদ্ধ সবুর উদ্দিন (৬৫) আকাশী গ্রামে মৃত পণ্ডিত আলীর ছেলে।

 

 

জানা যায়, নিহতের মেয়ে নার্গিস আক্তারের শশুর বাড়ি পার্শ্ববর্তী দৌলতপুরের ক‌লিয়া গ্রামে। রাতে ওই বাড়ি থেকে গরু চুরি করে গাড়িতে উঠিয়ে তিল্লির দিকে নিয়ে যায় চোরেরা ।

 

বিষয়টি মোবাইলে সবুরের মে‌য়ের জামাই তার শ্বশুর‌কে জানালে সবুর ও তার কয়েকজন আত্মীয়কে সাথে নি‌য়ে বাড়ির পাঁশে রাস্তায় গরু চুরি ক‌রে নি‌য়ে যাওয়া গাড়ি আটক কর‌তে বাশ দি‌য়ে রাস্তা আটকায়। গরু চুরি ক‌রে নি‌য়ে যাওয়া গাড়ি সেখা‌নে না থা‌মি‌য়ে সবুর‌কে চাপা দি‌য়ে পা‌লি‌য়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তা‌কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

 

তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শ‌রিফুল ইসলাম ধলা জানায়, দৌলতপু‌রের ক‌লিয়া এলাকায় মে‌য়ের শ্বশু‌র বাড়ি থেকে চো‌রেরা গা‌ড়ি‌তে ক‌রে গরু চুরি ক‌রে নি‌য়ে যা‌চ্ছে বিষয়‌টি মোবাইলে মে‌য়ের জামাই সবুর উদ্দিনকে জানালে তিনি চো‌রের গাড়ি গ‌তি‌রোধ কর‌তে সড়‌কে দা‌ড়ি‌য়ে গাড়ি থামা‌নোর চেষ্টা কর‌লে চো‌রেরা তা‌কে গাড়ি চাপা দিয়ে পা‌লি‌য়ে যায়। হাসপাতালে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রে।

 

 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠি‌য়ে মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়েছে।

 

Source link

Leave a Reply

Back to top button