Status

২০১৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ২০১৩ ইং সালে মেডিকেল টেকনোলজিস্ট পদে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ প্রদান করে বৈষম্য দূরীকরণের দাবী জানিয়েছেন বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিপিএসএমটিএ) এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম এবং মহাসচিব মোঃ সিরাজুল ইসলাম।

 

 

সোমবার এক বিবৃতিতে তাঁরা বলেন ২০১৩ ইং সালের জানুয়ারি মাসে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মেডিকেল টেকনোলজিস্টদের ৪২০ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারী হয়।নিয়োগ বিজ্ঞপ্তি জারী হওয়ার পর কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশকৃতরা সংক্ষুব্ধ হয়ে মহামান্য হাইকোর্টে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে একটি রিট মামলা দায়ের করেন ফলে নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়।

 

 

পরবর্তীতে আইনী লড়াই শেষে মহামান্য সুপ্রিমকোর্টে উক্ত মামলাটি গত ২০১৬ ইং সালের নভেম্বর মাসে চূড়ান্ত নিষ্পত্তি হয়। এবং নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা কেটে যায়।আইনি জটিলতা কেটে যাওয়ার দীর্ঘ ৯ বছর পরেও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মেডিকেল টেকনোলজিস্টদের ৪২০ টি পদে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনেও নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় অধিকাংশ মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির বয়স উত্তীর্ণ হয়ে গেছে।

 

 

এহেন অবস্থায় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ সম্পন্ন না হলে ঐ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীরা আর কোনো দিনই সরকারি চাকরি পাবেন না।

 

 

ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিপিএসএমটিএ) এর পক্ষ থেকে ২০১৩ ইং সালের জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বৈষম্য দূর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নিকট আবেদন/নিবেদন করার পরেও তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় নেতৃবৃন্দ গভীর ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে বলেন, অবিলম্বে উক্ত নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না করা হলে আমরা যেকোনো ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো এবং তার সকল দায় দ্বায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।

Source link

Leave a Reply

Back to top button