বোয়ালমারীতে দুইপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৫

ফরিদপুরের বোয়ালমারীতে বাজারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিন-দুপুরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের সময় পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি মঙ্গলবার (৪ মার্চ) সকালে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ ইনকিলাব কে নিশ্চিত করেন।
জানা যায়, বোয়ালমারী পৌরসদর বাজারের কৃষি ব্যাংকের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কোন পক্ষই এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ জমা দেয়নি।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর বাজারের পুকুর পাড় এলাকার বাসিন্দা পল্লব সরকার (২২) ও বিজয় সরকার (২১) নামে দুই যুবক পৌরসভায় ভোটার হতে যায়। দুপুরে সেখান থেকে তারা বাড়িতে ফিরছিলেন। এ সময় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়ক দিয়ে চালিনগর গ্রামের এক ভ্যানচালক রড বোঝাই করে যাচ্ছিলেন। ভ্যানে থাকা রডের সাথে যুবক পল্লবের ধাক্কা লাগলে এক পর্যায়ে তাদের সাথে ভ্যানচালকের হাতাহাতির ঘটনা ঘটে।
এরই জের ধরে ওই ভ্যানচালক লোকজন নিয়ে সদর বাজারের কৃষি ব্যাংকের সামনে এসে হাজির হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সোমবার রাত ১০টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ জমা দেয়নি।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের থাকা মিডওয়াইফ (ইন্টার্নশিপ) শামীম উদ্দিন ইনকিলাবকে বলেন,মূলত মারামারি করে আহত হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে ৫জন আসেন। এদের মধ্যে নারীও ছিল। মঙ্গল সরকার নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে পর বাড়িতে ফিরেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ইনকিলাবকে আরো জানান, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। শুনেছি কয়েকজন আহত হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।