অস্কার পেল ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের তথ্যচিত্র

যুদ্ধবিধ্বস্ত গাজায় ফের খুশির খবর। অস্কার পেল ইসরাইলি সাংবাদিক যুবাল আব্রাহাম ও ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার নির্মিত তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’। গতকাল এ খবর শোনামাত্র খুশির হাওয়া বইছে গাজায়। এ তথ্যচিত্রটি নির্মাতা আদ্রার গল্প অনুসরণে তৈরি। এতে গাজার ধ্বংস চিত্র দেখানো হয়েছে।
ইসরাইলি বসতি স্থাপনকারীদের হাতে দখলকৃত পশ্চিম তীরে আদ্রার জন্মস্থান মাসাফের ইয়াত্তার ধ্বংসের চিত্র নিঁখুতভাবে তুলে ধরেছেন। অস্কার ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রটি এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার এবং তথ্যচিত্র পুরস্কার জিতেছিল। পাশাপাশি সেরা নন-ফিকশন চলচ্চিত্রের জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কারও পেয়েছে ‘নো আদার ল্যান্ড’। পুরষ্কার পেয়ে খুশিতে ডগমগ আদ্রা। এই নিয়ে তিনি বলেন, ‘তথ্যচিত্রটিতে কয়েক দশক ধরে আমরা যে কঠোর বাস্তবের মুখোমুখি হয়েছি, যা অন্যায় সহ্য করে আসছি তা দেখানো হয়েছে। প্রায় দুই মাস আগে, আমি বাবা হয়েছি, এবং আমার মেয়ের কাছে আমার আশা যে তাকে এখনকার মতো জীবনযাপন করতে হবে না। প্রতিনিয়ত প্রাণভয়ে থাকা কাকে বলে তার অভিজ্ঞতা হয়ে গিয়েছে আমাদের। বসতি স্থাপনকারীদের সহিংসতা, বাড়িঘর ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুত সবটা যেন এখন গা সওয়া হয়ে গিয়েছে আমাদের। মাসাফের ইয়াত্তা ইসরাইলি দখলদারীদের অধীনে। এখানকার মানুষ প্রতি মুহূর্তে কষ্ট ভোগ করছে ও লড়াই চালিয়ে যাচ্ছে।’
উল্লেখ্য, গাজায় ইসরাইলের আগ্রাসন ক্রমশ ভয়ানক আকার নিয়েছে। এমন আবহে ইসরাইলি সাংবাদিক ও ফিলিস্তিন নির্মাতার মধ্যে মধূর সম্পর্ক দেখে হতবাক গোটা বিশ্ব। এই নিয়ে আব্রাহাম বলেন, ‘আমরা এই তথ্যচিত্রটি তৈরি করেছি- ফিলিস্তিনি এবং ইসরাইলি। কারণ একসঙ্গে আমাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী। আমরা একে অপরকে দেখতে পাই। গাজা এবং এর জনগণের নৃশংস ধ্বংস অবশ্যই শেষ হতে হবে।’ সূত্র : রয়টার্স।