মাদকের মিথ্যা মামলায় খালাস ডা. ইশরাত রফিক ঈশিতা

আওয়ামী দু:শাসনের সময় চার বছরের বেশি সময় আগে রাজধানীর শাহ আলী থানায় দায়ের করা মাদক মামলায় ডা: ইশরাত রফিক ওরফে ডা. ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্ত্তীর আদালত এ রায় ঘোষণা করেন।
ডা. ঈশিতার আইনজীবী শেখ কানিজ ফাতেমা এ তথ্য জানিয়ে বলেন, সরকারপক্ষ ডা: ঈশিতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। এজন্য আদালত তাকে খালাস দিয়েছেন। রায় েেঘাষণার সময় ডা. ঈশিতা ট্রাইব্যুনালে হাজির ছিলেন। খালাস পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন তিনি। তিনি দাবি করেন, ষড়যন্ত্রমূলক একের পর এক মিথ্যা মামলায় র্যাব তাকে ফাসিয়েছিলো।
প্রসঙ্গত: ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে ডা: ঈশিতাকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে পরদিন ২ আগস্ট ভুয়া পরিচয় দেয়া, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতিসহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে রাজধানীর শাহআলী থানায় তিনটি মামলা করা হয়। গ্রেফতারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান।
এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ডা. ইশিতাকে এক বছরের কারাদ- দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ নভেম্বর হাইকোর্টে আপিল করেন তিনি। ওই আপিলের শুনানি নিয়ে গত বছরের ২৯ মে বিচারপতি মো: আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ তাকে খালাস দেন। ১০০ পিস ইয়াবা এবং পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধারের ঘটনায় ২০২১ সালের ২ আগস্ট শাহ আলী থানায় মামলাটি করেন র্যাব-৪ এর তৎকালীন ডিএডি খন্দকার মো: আমির আলী। মামলাটি তদন্ত করে র্যাব-৪ এর উপ-পরিদর্শক মঈনুল হোসেন ওই বছরের ২০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২৩ সালের ৯ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।