Status

কথায় কথায় ‘আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ’ বলার কারণ জানালেন পিনাকী

কথা বলার সময় আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ ইত্যাদি ইসলামিক শব্দ ব্যবহার করার কারণ জানালেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকী ভট্টাচার্য।

আজ সোমবার (৩ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কারণ ব্যাখ্যা দেন।

পোস্টে তিনি লিখেছেন, আমি আমার কমিউনিকেশনে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ ইত্যাদি ব্যবহার করি। এইটা নিয়া অনেকের কুড়কুড়ায়। আমি ইচ্ছে করেই ব্যবহার করি, আরো করবো। কারণ এগুলো বাংলাদেশী ভোকাবুলারি।

পিনাকী আরো লিখেছেন, খ্রিস্টিয় ও হিন্দু ধর্মগন্ধী ইংরেজি এক্সপ্রেশন বা শব্দের মধ্যে কিছু জনপ্রিয় উদাহরণ হলো:

Oh my Lord! Oh Jesus!, Holy cow! For God’s sake! God forbid! God bless you! Oh my God, My Goodness.

তিনি লিখেছেন, এইসব ভোকাবুলারি যদি আপনি খ্রিস্টান বা হিন্দু না হয়েও ব্যবহার করতে পারেন তাহলে আপনি কোন অধিকারে বা নৈতিক বলে ভিন্ন ধর্মের মানুষকে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ব্যবহার করতে দিবেন না। ওদের কুড়কুড়ানি আসলে কোথায়?

Source link

Leave a Reply

Back to top button