Status
তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে সচিবের বৈঠক

তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী রাষ্ট্রদূত এ বেরিস একিনসির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম। গত ২৮ ফেব্রুয়ারি তুরস্কে দেশটির পররাষ্ট্র উপমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (৩ মার্চ) এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ একটি প্রতিনিধিদল গত ২৮ ফেব্রুয়ারি তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী রাষ্ট্রদূত এ বেরিস একিনসির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয়পক্ষ দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশ সরকারের সংস্কারমূলক উদ্যোগকে সমর্থন করা এবং বাণিজ্য ও বিনিয়োগ, পর্যটন এবং চিকিৎসা খাতে সহযোগিতার বিষয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়।