Facebook Bio Status

ময়মনসিংহে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৯


ময়মনসিংহে অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশের একাধিক টিম। এসময়ের মধ্যে যুবলীগ নেতাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- সদরের খাগডহর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান (৩৫), মিনহাজ উদ্দিন রাব্বী (২২), হারুন মিয়া (২২), আনোয়ার হোসেন (২৯), তৌফিকুল ইসলাম ফাহাদ (২৮), মো. আমিনুল ইসলাম ইমরান (২৬), মো. নোমান (২৩), মো. উজ্জল মিয়া (৩৪), মো. নাদিম খান (২৪)।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন বলেন, অপারেশন ডেভিড হান্টের আওতায় পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযানে বিভিন্ন মামলার আসামি, নিষিদ্ধ সংগঠনের নেতা, সন্ত্রাসীসহ ময়মনসিংহকে অস্থিতিশীল করতে চায় এমন ব্যক্তিদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button