Status

ছাতকে ইউএনওর হস্তক্ষেপে রাজস্ব বেড়েছে সরকারের

সুনামগঞ্জের ছাতক উপজেলায় একাধিক শিল্প প্রতিষ্ঠান অবস্থিত হওয়ায় এ উপজেলাকে শিল্প নগরীও বলা হয়। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলা। গত ৫ আগস্টের পর দেশের প্রতিটি উপজেলার মতো এখানেও প্রশাসনিক মূল দায়িত্ব পালন করেআসছেন ইউএনও। ইউনিয়ন পরিষদের পাশাপাশি তিনি দেখশোন করছেন ছাতক পৌরসভারও। কোনো জনপ্রতিনিধি ছাড়াই উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত ধরেই শৃঙ্খলার সাথে পরিচালিত হয়ে আসছে সকল প্রশাসনিক কার্যক্রম।

জানা যায়, ২০২৪ সালের ১১ নভেম্বর ছাতক উপজেলা ও ছাতক পৌরসভার প্রশাসক হিসেবে যোগদান করেন মো. তরিকুল ইসলাম। তার যোগদানের পর থেকেই ছাতকের বিভিন্ন মহালের রাজস্ব বেড়েছ দ্বিগুণ। উপজেলার হাটবাজারসহ পৌরসভার বিভিন্ন মহালের সকল সিন্ডিকেট ভেঙে প্রায় চার কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছেন ইউএনও মো. তরিকুল ইসলাম। ইতোমধ্যে ছাতক উপজেলার জাউয়াবাজার, গোবিন্দগঞ্জ বাজারসহ বিভিন্ন হাট-বাজারের উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন। পাশাপাশি ছাতক সরকারি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট ও ছাতক পৌরসভার পরিত্যক্ত শহীদ মিনারের সংস্কার কার্যক্রম গ্রহণ করে প্রশংসা কুড়িয়েছেন এই ইউএনও।

এছাড়া, ২০২৪ থেকে ২০২৫ অর্থ বছরের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কাবিটা, কাবিখা (গম), টিআর (টাকা), কাবিখা (চাল) ও এডিপির প্রকল্প বরাদ্দ হয়েছে। অর্থসহ বরাদ্দের তালিকা প্রকাশ করে নিজেই তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দিন-রাত সমান ভাবে কাজ করে সেবা দিয়ে যাচ্ছেন উপজেলাবাসীকে। তার স্বচ্ছ কাজের প্রশংসায় অনেক স্বার্থান্বেষীদের শুরু হয়েছে গাত্রদাহ।

উপজেলা প্রশাসনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে স্থানীয় কালারুকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাজউদ্দিনসহ উপজেলায় সেবা নিতে আসা অনেকেই জানান, এখন আমরা ছাতক উপজেলার সকল বরাদ্দের ও উন্নয়ন প্রকল্পের তথ্য উপজেলার ওয়েব পোর্টালেই পেয়ে যাচ্ছি। ফলে আমাদের উপজেলার জন্য সরকারের সকল বরাদ্দের তথ্য ঘরে বসেই জানতে পারছি। পাশাপাশি মানবিক ওই নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের রাজস্ব আয় দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় আমরা উপজেলাবাসী খুশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, এগুলো আমাদের নিয়মিত কাজের অংশ। সত্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের জন্য আমাদেরকে তথ্য গোপনীয়তার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

Source link

Leave a Reply

Back to top button