Facebook Bio Status

দিনাজপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২


দিনাজপুরের বিরামপুরে কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিছকিনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রামের আনোয়ারের ছেলে সায়েম ইসলাম (১৬) এবং একই উপজেলার সাঁকোপাড়া গ্রামের মজিবরের ছেলে ইজিবাইকচালক নুরুজ্জামান হোসেন (৩৫)। সায়েম বিরামপুর আদর্শ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে কোচিং শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিল শিক্ষার্থী সায়েম। পথে উপজেলার রেলঘুন্টি এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সায়েম নিহত হয়। আহত অবস্থায় ইজিবাইকের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।

মাহাবুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button