Facebook Bio Status

সন্দ্বীপে শিশুর মৃত্যু: চিকিৎসকের ‘অবহেলা’ তদন্তের নির্দেশ


চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছরের শিশু মিশকাতের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলা ছিল কি না তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য বিভাগের সচিব অথবা অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করতে বলা হয়েছে। দুই মাসের মধ্যে ওই কমিটিকে তদন্ত করে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

একই সঙ্গে শিশু মিশকাতের পরিবারকে কেন পর্যাপ্ত পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এক রিটের শুনানি নিয়ে সোমবার (৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ নোয়াব আলী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. ইউনুস।

রিটকারী আইনজীবী বলেন, গত ২২ জানুয়ারি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরের পানিতে পড়ে দেড় বছরের শিশু মিশকাত আহত হয়। এরপর মুমূর্ষু অবস্থায় মিশকাতকে চিকিৎসার জন্য সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনরা। কিন্তু ওই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কোনো চিকিৎসকই ছিলেন না। নার্সরাও ওই শিশুকে গ্রহণ করতে রাজি হচ্ছিলেন না। রোগীর স্বজনেরা অনেক আকুতি মিনতি করলে নার্স একজন চিকিৎসকের মোবাইল নম্বর দেন। মিশকাতের স্বজনরা ওই চিকিৎসককে ফোন করলে তখন ওই চিকিৎসক বলেন যে, আজ ওনার ডিউটি নেই। তখন তিনি বলেন আজ ডা. তানভীরের ডিউটি এবং তিনি ডাক্তার তানভীরের মোবাইল নম্বর দিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

তখন রোগীর স্বজনরা ডা. তানভীরকে কল দিলে তিনিও বলেন, আজ তার ডিউটি নেই। এসব করতে করতেই প্রায় দেড় ঘণ্টা সময় চলে যায়। একপর্যায়ে শিশু মিশকাত চিকিৎসার অভাবে ছটফট করতে করতেই সেখানে মারা যায়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এরপর গত ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নোয়াব আলী বিষয়টি তদন্ত করার জন্য এবং এক্ষেত্রে হাসপাতালের দায়িত্বরত ডাক্তারদের কোনো অবহেলা এবং পেশাগত অসদাচরণ আছে কি না তা যাচাই করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশের পর এ সংক্রান্ত বিষয়ে কোনো সাড়া না পেয়ে পরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন আইনজীবী নোয়াব আলী।

রিটে স্বাস্থ্য সচিব, বিএমডিসির চেয়ারম্যান, রেজিস্ট্রার, চট্টগ্রামের সিভিল সার্জন, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ডাক্তার তানভীর নেওয়াজ চোধুরীকে (যিনি ওইদিন দায়িত্বে ছিলেন) বিবাদী করা হয়। আজ রিটের শুনানি শেষে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এফএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button