Status

জয়ে ফিরলেন নীড়-তাহসিন

বিশ্ব জুনিয়র দাবা প্রতিযোগিতায় জয়ের ধারায় ফিরলেন বাংলাদেশের দুই দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। গত পরশু রাতে মন্টেনেগ্রোতে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডে নিজ নিজ ম্যাচে জিতেছেন তারা। পাঁচ রাউন্ড শেষে তাহসিন জিয়া ৩ পয়েন্ট নিয়ে ৪২ আর নীড় আড়াই পয়েন্ট পেয়ে ৯৩তম স্থানে রয়েছেন। চতুর্থ রাউন্ডে উজবেকিস্তানের ক্যান্ডিডেট মাস্টার মিরাজিজকে কালো ঘুঁটি নিয়ে হারিয়েছেন নীড়।
উজবেক দাবাড়ুর রেটিং ২১৩২। বিশ্ব জুনিয়র দাবায় নীড় এখনও তার চেয়ে বেশি রেটিংধারীদের মুখোমুখি হতে পারেননি। সুইস লিগ পদ্ধতিতে পয়েন্টের ভিত্তিতে প্রতিপক্ষ নির্ধারণ করা হয়। জয়ের ধারাবাহিকতা থাকলে তখন বেশি রেটিংধারী প্রতিপক্ষের সঙ্গে খেলা পড়ে। এদিকে ওয়েলসের দাবাড়ুকে কালো ঘুটি নিয়ে হারান তাহসিন জিয়া। তাহসিনের রেটিং ২৩২৩। ওয়েলসের দাবাড়ুর রেটিং তার চেয়ে কম।

Source link

Back to top button