Status

পদকের স্বপ্ন নিয়ে ইরানে নারী কাবাডি দল

দীর্ঘ দুই দশক পর ফের পদকের প্রত্যাশা নিয়ে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে খেলতে গেল ১৪ সদস্যের বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ঢাকা থেকে পৃথক ফ্লাইটে বাংলাদেশ দলের সদস্যরা ইরানে যাচ্ছেন। গতকাল রাত ৯টায় গেছেন দলের ৯ সদস্য। বাকি ৫ সদস্য যাচ্ছেন আজ সকাল ৯টা ৫৫ মিনিটের আরেকটি ফ্লাইটে। বাংলাদেশ দলের কোচ-কাম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সুবিমল চন্দ্র দাস। কোচ হিসেবে থাকছেন শাহনাজ পারভীন মালেকা। আর অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রাবণী মল্লিক। সবশেষ ২০০৫ সালে হায়দরাবাদে টুর্নামেন্টের প্রথম আসরে শ্রীলংকার সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ। ইরানের রাজধানী তেহরান থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে পারদিস শহরে আগামীকাল শুরু হচ্ছে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলা। চলবে ৯ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে গত ১০ জানুয়ারি থেকে ধানমন্ডিস্থ জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আবাসিক ক্যাম্পে অনুশীলন করেছে লাল-সবুজের মেয়েরা। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের এটি ৬ষ্ঠ আসর। আসরে হারানো ব্রোঞ্জ পুনরুদ্ধারের প্রত্যাশা করছে বাংলাদেশ। এ প্রসঙ্গে দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘যদি বলি আমরা স্বর্ণ কিংবা রুপা জয়ের লক্ষ্য নিয়ে যাবো, ওটা মোটেও বাস্তবসম্মত হবে না। বর্তমান অবস্থান বিবেচনায় ভারত এবং ইরান আমাদের চেয়ে এগিয়ে আছে। এই বাস্তবতা মাথায় রেখেই খেলতে হবে আমাদের। আমি বিশ্বাস করি ব্রোঞ্জপদক জেতার সক্ষমতা আমাদের বর্তমান দলটির রয়েছে। সেই লক্ষ্য নিয়েই আমরা ইরান যাবো।’ বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মেয়েদের দলের সঙ্গে মেয়ে কোচ পাঠাতে হবে এরকম নির্দেশনা রয়েছে ইরানের। তাই প্রধান কোচ সুবিমল চন্দ্র দাসকে ম্যানেজার ও সহকারী কোচ শাহনাজ পারভীন মালেকাকে কোচের পদ দিয়ে তেহরানে পাঠানো হয়েছে।
বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন- শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী সিনিয়র, স্মৃতি আক্তার,রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার, লাকী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, তাহরিম, সুচরিতা চাকমা ও খাদিজা খাতুন।

Source link

Back to top button