Status

চট্টগ্রামে পুলিশের উপর হামলায় গ্রেফতার আরো ১০ জন

নগরীর পতেঙ্গায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) উপর হামলার ঘটনায় আরো ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আগে গ্রেফতার হওয়া দুই জনসহ এই ১২ জনই ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল। গত শনিবার রাতভর নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন। গ্রেফতার ১০ জন হলেন- গনপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।

ওসি শফিকুল জানিয়েছেন, এরা মাদক সেবন ও ছিনতাইয়ে জড়িত। তারা পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলীকে দলবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে মারধর ও হেনস্থা করেছিল। শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা থানার আউটার রিং রোডে সমুদ্র সৈকত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রকাশ্যে মাদক সেবনকালে ওই পুলিশ সদস্য তাদের বাধা দেয়। তাতে তারা ক্ষিপ্ত হয়ে ওই এসআইকে মারধর করে তার কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এসময় স্থানীয় জনতা দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তারা হলেন- সাইমন (২৭) ও আলী ইমাদ (২২)।

 

Source link

Leave a Reply

Back to top button