Status

বাঁশখালীতে অটোচালককে হত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকা-ের শিকার জাহিদুল ইসলাম (১৯) পৌরসভার ভাদালিয়া গ্রামের বাচুর বাপের বাড়ির মৃত হাবিব উল্লাহর ছেলে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উপজেলার সরল ইউনিয়নের ডোম পাড়া সংলগ্ন বেড়িবাঁধ থেকে জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় কয়েকজন উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Source link

Back to top button