Status

সাভারে দিন দুপুরে মহাসড়কে বাস থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুট

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় বাস থামিয়ে দিনেদুপুরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবহনের যাত্রীসহ সাধারণ মানুষে মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গতকাল রোববার দুপুর ২টার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজ ফুলবাড়িয়ার পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে।
বাসের যাত্রী নাজমুল হোসেন বলেন, দুপুরে আশুলিয়ার শ্রীপুর থেকে রাজধানী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। পরে বাসটি ২০-২৫ জন যাত্রী নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেয়ার জন্য থামে। তখন ৫ থেকে ৬ দুর্বৃত্ত বাসে উঠে দেশীয় অস্ত্রের মুখে বাসের যাত্রীদের জিম্মি করে মানিব্যাগ ও মোবাইলসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। তিনি বলেন, আমার মোবাইলটিও ছিনিয়ে নিয়ে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায় তারা। গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে একই স্থানে চলন্ত বাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন যাত্রী আহত হয়েছিলো।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনা শুনেছি। বাসটিও সনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Source link

Back to top button