Status

বগুড়ায় যুবদল সম্পাদক আবু হাসানকে হেয় করার অপচেষ্টার প্রতিবাদে শহরে ঝাড়ু মিছিল

মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানকে হেয় করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়ায় ঝাড়ু মিছিল ও পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন শহরের কলোনী এলাকার বাসিন্দারা। রবিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের সামনে থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয় এবং জিরো পয়েন্ট সাতমাথায় গিয়ে শেষ হয়। মিছিলে পুরুষদের পাশাপাশি শত শত নারী অংশ নেন।

 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কলোনীবাসীর পক্ষ থেকে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যুবদল নেতা আবু হাসানের বিরুদ্ধে বসত-বাড়ি ভাংচুরের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে তা প্রত্যাখ্যান করা হয়। কলোনীর বাসিন্দাদের পক্ষে আইনজীবী মিজানুর রহমান মিজান তার লিখিত বক্তব্যে যুবদল নেতা আবু হাসানের বিরুদ্ধে বসত-বাড়ি ভাংচুরের অভিযোগ উত্থাপনকারী জিন্নাত আরাকে ‘ধুরন্ধর’ উল্লেখ করেন। তিনি বলেন আবু হাসানোর বিরুদ্ধে শনিবার বগুড়া প্রেসক্লাবে জিন্নাত আরা নামে যে নারী সংবাদ সম্মেলনে করেছেন তিনি কলোনী এলাকার শীর্ষ সন্ত্রাসী কামাল হোসেনের স্ত্রী। বর্তমানে পলাতক থাকা কামাল হোসেনের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, ভুমি দস্যুতা এবং ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। কামাল হোসেনের অপর দুই ভাই ঝন্টু এবং মিনকোও শীর্ষ সন্ত্রাসী। কয়েক বছর আগে পুলিশের সঙ্গে ক্রস ফায়ারে সন্ত্রাসী মিনকো মারা যায়। মিজানুর রহমান আক্ষেপের সাথে বলেন, জিন্নাত আরা শনিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান সম্পর্কে অনেক মিথ্যা তথ্য দিলেও কৌশলে নিজের স্বামীর পরিচয় গোপন করে গেছেন। একইভাবে তার স্বামীর দুই ভাই ঝন্টু এবং মিনকোর কথাও চেপে গেছেন। কারণ স্বামী এবং দেবরদের তথ্য সাংবাদিকরা জানতে পারলে তার কথা আর কেউ বিশ্বাস করবেন না। তাছাড়া ওই নারী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন কে ‘চাচা’ হিসেবে যে পরিচয় দিয়েছেন তাও সম্পূর্ণ মিথ্যা। আপনারা সাংবাদিকগণ জয়নাল আবেদীন চাঁনের কাছে খোঁজ নিলেই তা জানতে পারবেন।

 

 সংবাদ সম্মেলনে যুবদল নেতা আবু হাসানকে নম্র এবং ভদ্র উল্লেখ করে এলাকাবাসীর পক্ষে সাংবাদিক সম্মেলনে বলা হয়, কলোনীবাসী তাদের চোখের সামনেই আবু হাসানকে বড় হতে দেখেছেন। আজ পর্যন্ত তিনি কারও সঙ্গে কখনও খারাপ ব্যবহার কিংবা কটু কথাও বলেন নি।’ আবু হাসানের ৪৫ লাখ টাকার গাড়ির তথ্যকে মিথ্যা আখ্যায়িত করে সংবাদ সম্মেলনে বলা হয়, তার নামে গাড়ি তো দূরের কথা একটি মোটর সাইকেলও নেই।
সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগকারী জিন্নাত আরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়। বলা হয়, কুচক্রী মহলের প্ররোচনায় উত্থাপিত অভিযোগগুলো আগামী ৭ দিনের প্রমাণ করতে না পারে তাহলে জিন্নাত আরার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ভুয়া নামে ফেসবুকে যেসব অ্যাকাউন্ট থেকে যুবদল নেতা আবু হাসানের চরিত্র হনন করার চেষ্টা চালানো হচ্ছে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানকে ভালোবেসে ঝাড়ু মিছিলে অংশ নিতে আসা কলোনী এলাকার নারীরা জানান, ছাত্রদলের সভাপতি থাকা অবস্থা থেকেই আবু হাসান শুধু কলোনী এলাকায় নয় নিজের সাধ্যমত সকলের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। দলের দুঃসময়ে মামলা, হামলা, জেল, জুলুম সহ্য করেও সাংগঠনিক দক্ষতায় রাজনীতির মাঠকে সব সময় চাঙ্গা রেখেছেন। অল্প বয়সে জেলা যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় কিছু কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে এই অপপ্রচারে মেতে উঠেছে যা অত্যন্ত দুঃখজনক। তারা প্রশাসনকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আহ্বান জানান।

Source link

Back to top button